চট্টগ্রাম মেডিকেল কলেজ,, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার ৭ (এপ্রিল) সকালে 'জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক র্যালি বের করা হয়। এছাড়া শিক্ষক, চিকিৎসকদের নিয়ে যৌথভাবে একটি সেমিনার আয়োজন করা হয়।
র্যালি ও সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব সহ বিভাগীয় প্রধানবৃন্দ, অধ্যাপকমন্ডলী, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন