ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। এরই ধারাবািহকতায় ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছন মেডিকল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকেরা।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও ডাক্তার, নার্স, অন্যান্য প্রতিষ্ঠানের মেডিকেল শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা।
সমাবেশকারীদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।
এদিকে, গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন।
আরও পড়ুন