Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


গাজায় গণহত্যার প্রতিবাদে আজ ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক মেডিকেল শিক্ষাথীদের

Main Image


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত ফিলিস্তিনের গাজাবাসী। গণহত্যা বন্ধের জন্য বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে আজ সোমবার (৭ এপ্রিল) ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ঘোষণা দেন।

 

রোববার (৬ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষার্থীরা।

 

ঢাকা মেডিকেল কলেজ থেকে বিবৃতি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তির সমর্থিত ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা গণহত্যার শিকার গাজার জনগণের প্রতি দৃঢ় সমর্থন জানাই আমরা।

 

স্যার সলিমুল্লাহ মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, গাজার ওপর ইসরায়েলের পৈশাচিক হামলা, শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ড, চিকিৎসা না পাওয়া এবং স্বাস্থ্যকর্মীদের হত্যা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। অথচ মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

 

এ ছাড়া ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন- ময়মনসিংহ মেডিকেল, শের-ই-বাংলা মেডিকেল, ফরিদপুর মেডিকেল, মানিকগঞ্জ মেডিকেল, খুলনা মেডিকেল, এম এ জি ওসমানী মেডিকেল, রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল, দিনাজপুর মেডিকেল, যশোর মেডিকেল, কুষ্টিয়া মেডিকেল, ঢাকা ডেন্টাল, বাংলাদেশ মেডিকেল, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল, জহুরুল ইসলাম মেডিকেল, ডেলটা মেডিকেল, গাজী মেডিকেলসহ প্রায় সকল সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহ।

আরও পড়ুন