‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে ইউনাইটেড মোডকেল অগানাইজেশনস্ অব বাংলাদেশ। রোববার (৬ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি।
ইউমবের বিবৃতিতে বলা হয়, সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনি মজলুম জনতার পক্ষে, কাপুরুষোচিত ইসরাইলি হামলার বিরুদ্ধে "THE WORLD STOPS FOR GAZA" শিরোনামে বিশ্বব্যাপী ধর্মঘট পালন করা হবে। আমরা, বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সকল সংগঠন সম্মিলিতভাবে এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, বৈশ্বিক পরাশক্তিগুলোর মদদে ও অনুদানে ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যায় অসংখ্য হাজারো নিরপরাণ ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। প্রতিনিয়ত অগণিত নারী ও পুরুষ, এমনকি শিশু ও নবজাতকও শহীদ হচ্ছেন। এ জনপদে কোনোপ্রকার মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফিলিস্তিন প্রসঙ্গে বিশ্বনেতাদের, বিশেষত মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নির্লজ্জ নির্লিপ্ততা ও নীরবতা আমাদেরকে গভীরভাবে ব্যথিত করছে। কিন্তু আমরা এ অবস্থায় নির্বিকার থাকতে পারি না।
ফিলিস্তিনি মজলুম জনতার পক্ষে সমর্থন প্রকাশের লক্ষ্যে আমরা সোমবার বাংলাদেশের সকল চিকিৎসা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান করছি।এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সকলেই যেন এগিয়ে আসি।
আল্লাহ সর্বশক্তিমান ফিলিস্তিনকে রক্ষা করুন, অত্যাচারী শাসকগোষ্ঠীকে ধ্বংস করুন। আমিন।
আরও পড়ুন