Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ঢামেকের শিক্ষার্থীদের

Main Image


‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের ক্লাস ও পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। একইসাথে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। রোববার (৬ এপ্রিল) এক বিশেষ বিবৃতিতে উপরোক্ত কর্মসূচি ঘোষণা করেন ঢামেকের শিক্ষার্থীরা। 

 

বিশেষ ওই বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মদদে ইসরায়েল সরকার গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজায় অব্যাহত বোমাবর্ষণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নবজাতক, শিশু, কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধাও রয়েছেন। অনেকেই চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এমনকি স্বাস্থ্যকর্মীরাও হামলার লক্ষ্যবস্তু হয়ে প্রাণ হারাচ্ছেন। পুরো মুসলিম বিশ্ব নির্বিকারভাবে তা প্রত্যক্ষ করলেও ফিলিস্তিনিদের ওপর এই নৃশংস হত্যাযজ্ঞ চলছেই। এ বিষয়ে প্রভাবশালী মুসলিম দেশগুলোর নীরবতা ও উদাসীনতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এ ধরনের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের মুখে অন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয়তাও অত্যন্ত উদ্বেগজনক।’

 

আরও পড়ুন