বিশ্ব শারীরিক সক্রিয়তা দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) র্যালিটি ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বহির্বিভাগ ভবনের ফটকে গিয়ে শেষ হয়।
ঢামেকের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এম জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান ও ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহম্মদ।
র্যালিপূর্ব সমাবেশে বক্তারা চিকিৎসকদের নিজেদের শরীর চর্চার প্রতি অবহেলা এবং রোগীদের ঔষধের প্রতি অতি মাত্রায় নির্ভরশীলতার কথা আলোকপাত করেন এবং অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় নিয়মিত শরীর চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া র্যালিতে আরও উপস্থিত ছিলেন এন্ড্রোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. লুৎফুন্নেসা, স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম আকন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী এবং জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ডা. মুসা মোহাম্মদ হুজাইফা।
এছাড়াও বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও সরকারী কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. মো. মুহিব্বুর রহমান এবং দপ্তর সম্পাদক ও জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।
আরও পড়ুন