অপারেশন করে রোগীর পেট থেকে রড বের করলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকেরা। সম্প্রতি (গত ২৫ মার্চ) এই সাফল্য পান তারা। শনিবার (৫ এপ্রিল) রাতে ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. মো. আব্দুল হাই।
জানা গেছে, খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে রোগীর শরীরে রড গেঁথে যায়। এরপর স্বজনেরা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রড কেটে রোগীকে উদ্ধার করেন। পরবর্তীতে শরীরে বিদ্ধ রডসহ রোগীকে নিয়ে আসা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সার্জারি বিভাগ-১ এ। পরে সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হয়।
সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এহসানুর রেজা শোভনের তত্ত্বাবধানে ও সার্জারী বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. একেএম আরিফুল ইসলামের উপস্থিতিতে অপারেশন টিমে অংশ নেন- সার্জারী বিভাগের রেসিডেন্ট ডা. মহিবুল ইসলাম তুহিন, ডা. সোহানুর রহমান ও ডা. ফারিয়া হাসান।
এছাড়াও অপারেশনের পর ঈদের ছুটিতে রোগীকে নিয়মিত ড্রেসিং করা ও রোগীর অন্যান্য সেবা নিশ্চিত করেন সার্জারীর রেসিডেন্ট ডা. আবদুল হাই। অপারেশনের পর ৬ষ্ট দিনে কিছু উপদেশ দিয়ে রোগীকে ছুটি দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, রডটি রুট অব পেনিস ও স্ক্রুটামের ডান দিক দিয়ে ঢুকে, পিউবিসের উপর দিয়ে যায়। এটি ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে গিয়ে বাম পাশে ক্রস করে এবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে। পরে প্যারাইটাল ওয়াল বরাবর বাম কিডনির উপর দিয়ে গিয়ে স্প্লিনের ল্যাটেরাল এসপেক্ট দিয়ে বের হয়ে যায়। ডায়াফ্রামের এটাচমেন্ট ঘেঁষে বাইরে যায়। পুরো ট্র্যাক এক্সপ্লোর করে সব চেকে করে কোন অর্গান ইঞ্জুরি না করেই রডটি অপসারণ এবং প্রয়োজনীয় রিপেয়ার করতে সক্ষম হন চিকিৎসক দল।
আরও পড়ুন