Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


শজিমেক হাসপাতালের হিসাবরক্ষণ অফিসে চুরি

Main Image


বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের হিসাবরক্ষণ অফিস থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।  ঘটনার তিনদিন পর শনিবার (৫ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  
 

শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল হাসপাতালটির দ্বিতীয় তলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটে। তবে তা সামনে আসে ৫ এপ্রিল সকালে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ অফিসে এসে অফিস সহকারী (পিয়ন) মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে চুরির তথ্য জানতে পারেন। এরপরই প্রধান হিসাবরক্ষক মো. মামুনুর রশিদকে ডেকে পাঠান তিনি। প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। তবে পরে দুপুর ১২টার দিকে তিনি জানান যে মোট দেড় লাখ টাকা চুরি হয়েছে।  

 

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, দেড় লাখ টাকার মতো চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছেন।

 

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসের গ্রিল কাটা অবস্থায় দেখা গেছে। তবে সেই কাটা অংশ দিয়ে একজন মানুষ প্রবেশ করা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন