ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালে ভুয়া চিকিৎসকের অস্ত্রোপচারে হৃদরোগীর মৃত্যু হয়েছে। দামোহ জেলার একটি মিশনারি হাসপাতালে এক মাসে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। সূত্রঃ সংবাদ সংস্থা এএনআই
খবরে বলা হয়, অ্যান জন কিম নামে এক ব্যক্তি ওই মিশনারি হাসপাতালে চাকরি নেন এবং নিজেকে একজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন।
তদন্তে জানা গেছে, অভিযুক্ত ভুয়া চিকিৎসকের প্রকৃত নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। নিজেকে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকটি অস্ত্রোপচার করেছেন তিনি। তাদের মধ্যে সাত জন রোগীর মৃত্যু হয়েছে।
স্থানীয় শিশুসুরক্ষা কমিটির চেয়ারম্যান এ নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেছেন। তার দাবি, সরকারিভাবে সাত জনের মৃত্যুর কথা বলা হলেও ওই ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে আরও কয়েক জনের।
সংবাদ সংস্থা এএনআইকে শিশুসুরক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী দীপক তিওয়ারি বলেন, ‘বেশ কয়েক জন মানুষ আমার কাছে অভিযোগ করেছেন। তার পরেই আমরা তদন্ত শুরু করি। জানা যায়, যে ব্যক্তি ওখানে হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসা করছেন, তিনি ভুয়া চিকিৎসক। তার আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। আর যার নাম নিয়ে উনি চিকিৎসা করেছেন, সেই ব্যক্তি ইংল্যান্ডের।
অভিযুক্তের বিরুদ্ধে এর আগে একই অভিযোগ উঠেছিল হায়দরাবাদে। কিন্তু এর পর তিনি মধ্যপ্রদেশে গিয়ে ‘ডাক্তারি’ শুরু করেন।
জেলার পুলিশ সুপার অভিষেক তিওয়ারি এএনআই-কে বলেছেন, মিশনারি হাসপাতালে বেশ কয়েক জন রোগীমৃত্যুর তদন্ত চলছে। এক চিকিৎসকের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তদন্ত চলছে।
আরও পড়ুন