স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে পাঁচ রোগীর হৃদযন্ত্রের জীবন রক্ষাকারী ইন্টারভেনশন সম্পন্ন
স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে পাঁচ রোগীর হৃদযন্ত্রের জীবন রক্ষাকারী ইন্টারভেনশন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৬ শে মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে মিতুলী ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন নাহার ফাতেমা (অব:) এর যৌথ উদ্যোগে ইন্টারভেনশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপে পাঁচজন গরিব হৃদরোগীকে জীবন রক্ষাকারী ইন্টারভেনশন করা হয়।
চিকিৎসকের তথ্য মতে, এই পাঁচটি জটিল হৃদরোগীর মধ্যে তিনটি রোগীর চিকিৎসা ছিল খুবই জরুরী এবং জীবন রক্ষাকারী। পাঁচটি শিশুরই চিকিৎসা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা সবাই সুস্থ আছে এবং আগামীকাল তাদের পাঁচজনকেই হাসপাতাল থেকে রিলিজ করা হবে। প্রতিবারের ন্যায় গরিব হৃদরোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করে জীবন রক্ষা করার জন্য মিতুলি ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন নাহার ফাতেমা (অব:) এবং রোগীর অভিভাবকরা।
আরও পড়ুন