Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫


মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বধু ডা. লুডমিলা সরদার

Main Image

বাংলাদেশি বধু ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুডমিলা সরদার


যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডার স্বাস্থ্যসেবা এবং সমাজসেবায় অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বধু ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুডমিলা সরদার। বিশেষ নারী ইতিহাস মাস উপলক্ষে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন নারীকে এই কংগ্রেসনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাঁকে অ্যাওয়ার্ড তুলে দেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো।

 

উল্লেখ্য, ডা. লুডমিলা সরদার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদীর সহধর্মিণী। 


স্বাস্থ্যসেবা, ব্যবসা, প্রকৌশল এবং সামরিক পরিসেবাসহ বিভিন্ন খাতে নারীদের গুরুত্বপূণ্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এ অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের সম্মানিত করা হয়।  

 

ডা. লুডমিলা সরদার বর্তমানে ল্যাকল্যান্ড রিজিওনাল হেলথ-এ ইন্টারনাল মেডিসিন বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষকরে অপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ক্যান্সার চিকিৎসার আর্থিক প্রতিবন্ধকতা দূরীকরণে তার প্রচেষ্টা অসংখ্য পরিবারের জীবনে আশার আলো জ্বালিয়েছেন।

 

এইচসিএ ফ্লোরিডা ওসিওলা হাসপাতাল, অ্যাডভেন্টহেলথ ক্যান্সার ইনস্টিটিউট, উইন্টার হ্যাভেন হাসপাতাল এবং লেকল্যান্ড রিজিওনাল হেলথে তার কাজের মাধ্যমে চিকিৎসা গবেষণা এবং সমাজসেবা অবদানের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন।  

 

এছাড়াও, তিনি অসহায় ও বঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একাধিক উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। ওসিওলা ক্যান্সার সেন্টার ও কিসিমি মহিলা স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি জনপ্রিয় বই ‘ইন্টার্ন মেসট্রি: এ রোডম্যাপ ফ্রম মেড স্কুল টু পিজিওয়াই-১ ইন্টারনাল মেডিসিন এক্সিলেন্স’-এর সহ-লেখক, যা মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইড।

 

ডা. লুডমিলা সরদার আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস-এর সদস্য এবং এসিপি-এর শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হোলিস ক্যান্সার সেন্টার প্রমিজ রান ও ডিজনি ম্যারাথনস-এর মতো বড় ইভেন্টে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে অংশগ্রহণ করেন।

 

একজন কৃতি চিকিৎসক ও গবেষক হওয়ার পাশাপাশি তিনি দুই সন্তানের মা এবং একজন পরিপূর্ণ গৃহিণী, যিনি কর্মজীবন ও পারিবারিক জীবন দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন।

 

সম্মাননা পাওয়ার পর ডা. লুডমিলা সরদার বলেন, ‘মার্কিন কংগ্রেস থেকে এই স্বীকৃতি পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, বরং তাদেরও যারা জনসেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নারী ইতিহাস মাস আমাদের স্মরণ করিয়ে দেয় নারীদের শক্তি, সহনশীলতা ও সমাজে তাদের অবদান। আমি আজ গর্বিত ওই সকল মানুষের জন্য যাদের কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে। ’

ডা. লুডমিলার প্রশংসা করে কংগ্রেসম্যান সোটো বলেন, ‘সেন্ট্রাল ফ্লোরিডার মানুষের জীবনমান উন্নয়নে আপনার অবদান অনন্য। চিকিৎসা ক্ষেত্রে আপনার পরামর্শ এবং স্বেচ্ছাসেবী কাজের জন্য আপনাকে আমরা কৃতজ্ঞচিত্তে সম্মান জানাই। ’

 

ডা. লুডমিলা সরদার বিশ্বসেরা জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেস কর্তৃক এ স্বীকৃতি শুধু ডা. লুডমিলা সরদারের ব্যক্তিগত অর্জনই নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশি পরিবারের সঙ্গে সম্পর্কিত আমেরিকানদের ক্রমবর্ধমান ভূমিকারও প্রতিফলন।

আরও পড়ুন