ডেটা-ভিত্তিক জনস্বাস্থ্য নীতিমালা উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পলিসি সাপোর্ট ইউনিট উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর
ডেটা-ভিত্তিক জনস্বাস্থ্য নীতিমালা উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পলিসি সাপোর্ট ইউনিট চালু করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। ডেটা বিশ্লেষণের মাধ্যমে স্বাস্থ্য নীতিতে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি।
ব্লুমবার্গের ডেটা ফর হেলথ প্রকল্পের কারিগরি ও আর্থিক সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ (পিএন্ডআর) এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেগুলো হচ্ছে- মাতৃ ভাউচার স্কিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াগনস্টিক সেবা ব্যবহার এবং বাংলাদেশে স্বাস্থ্য প্রতিষ্ঠানে মৃত্যুর বিশ্লেষণ। ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পলিসি সাপোর্ট ইউনিটের মাধ্যমে ভবিষ্যতে তথ্যভিত্তিক জনস্বাস্থ্য নীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন