বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ
বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি। কিছু বিপথগামী শিশু চিকিৎসক সম্মানিত সাধারন বিপিএ সদস্যের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় রত আছেন বলেও মন্তব্য করছেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) বাংলাদেশের অন্যতম পেশাজীবি সংগঠন। এই সংগঠনটি গত ১৬বছর আওয়ামী ফ্যাসিষ্টদের দ্বারা অবৈধভাবে নিয়ন্ত্রিত ছিল। জুলাই-আগস্ট/২০২৪ ছাত্র-জনতার বিপ্লবের ধারাবাহিতায় শিশু চিকিৎসকদের বিক্ষোভের মুখে আওয়ামী অবৈধ কমিটি পদত্যাগে বাধ্য হয়। ফলশ্রুতিতে ১/১০/২০২৪ইং তারিখে অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে একটি এডহক কমিটি গঠন করা হয়, যা গত ৩১/০১/২০২৫ই তারিখে শেষ হয়। এই এডহক কমিটির দায়িত্ব ছিল ১২০দিনের ভিতর পূণাঙ্গ কমিটি গঠন করা। অর্থাৎ ৩১/০১/২০২৫ এই এডহক কমিটির কার্যকারিতা শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী- পরবর্তী ১ মাসের মধ্যে একটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা নতুবা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এই গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক অর্থাৎ আমি অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ সকল পক্ষের প্রতিনিধির সাথে আলোচনার মাধ্যমে গত ২৭/০২/২০২৫ইং তারিখে অধ্যাপক ডা. মোঃ সেলিমুজ্জামানকে সভাপতি, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং ডা. আতিয়ার রহমানকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি ঘোষণা করি। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্র অনুযায়ী গত ২৩/০৩/২০২৫ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ২০০ এর অধিক বিপিএ সদস্যের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অধ্যাপক ডা. সেলিমুজ্জামানের নেতৃত্বাধীন ঘোষিত কমিটি অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করবেন বলে সিদ্ধান্ত হয়।
এখানে উল্লেখ্য যে গঠনতন্ত্র অনুযায়ী সর্বশেষ ২৮/০২/২০২৫ইং পর্যন্তই ছিল আমার নেতৃত্বে এডহক কমিটির মেয়াদ। আরো উল্লেখ্যযোগ্য কিছু বিপথগামী শিশু চিকিৎসক সম্মানিত সাধারন বিপিএ সদস্যের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় রত, যাহা সম্পূর্ণ অবৈধ। তাদেরকে নিজেদের পেশার প্রতি সম্মানপূর্বক সকল ধরনের অপপ্রচার এবং অবৈধ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান বিপিএ’র সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন