ডক্টরস ক্লাব অব ভৈরব এর আহবায়ক ডা. আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব ডা. মো. নজরুল ইসলাম
প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ডক্টরস ক্লাব অব ভৈরব এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫ টায় ভৈরবের অর্ধশতাধিক চিকিৎসকের উপস্থিতিতে এবং উপদেষ্টাদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য একজন প্রধান উপদেষ্টা, একজন আহবায়ক, একজন সদস্য সচিব, দুইজন যুগ্ম-আহবায়ক এবং ১৩ জন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে
নব-নির্বাচিত আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন ডা. মো. শফিকুল ইসলাম।
আহবায়ক: ডা. আব্দুল্লাহ আল মাসুদ
সদস্য সচিব: ডা. মো. নজরুল ইসলাম
যুগ্ম-আহবায়ক: ডা.মো: আলমগীর ও ডা. ম. বেঞ্জামিন
১৩ জন সদস্য হলেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে):
ডা. আশিক মাহমুদ
ডা. হামীম হায়দার শৈবাল
ডা. তারেক মুহাম্মদ
ডা. দ্বীন ইসলাম
ডা. তাসনুভা
ডা. মাসুদ রানা
ডা. সোহাগ আহমেদ
ডা. মাহফুজুল ইসলাম সৌরভ
ডা. মো. কামরুল হাসান
ডা. আতিক
ডা. আব্বাস ভূঞা
ডা. গোলাম হোসেন টুটন
ডা. অনন্ত হোসাইন।
সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করবেন আহ্বায়ক কমিটি। নির্বাচনে উপস্থিত সদস্যরা ১০০% হ্যাঁ ভোট প্রদান করেছেন (মোট ৮২ জন )। কেউ কোন "না" ভোট প্রদান করেননি।
আরও পড়ুন