Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


মমেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটির প্রথম নির্বাচিত সভাপতি ডা. সাকিব, সাধারণ সম্পাদক ডা. রেজোয়ান

Main Image


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেকহা) প্রথমবারের মত নব্য ইন্টার্ন চিকিৎসকদের সরাসরি অংশগ্রহণ ও ভোট প্রদানের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন 'ইন্টার্ন ডক্টরস সোসাইটি'র সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে শনিবার (২২ মার্চ) নির্বাচন সম্পন্ন হয়।

 

নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ডা. সাকিব হাসান বেলাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. রেজোয়ান চৌধুরী। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে জয় লাভ করেছেন ডা. জয়শ্রী রায়, দপ্তর সম্পাদক হিসেবে আছেন ডা. ইমরান হোসাইন এবং অর্থ সম্পাদক ডা. নাইম উয জামান। 

 

উল্লেখ্য, মোট ৪ জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী ইন্টার্ন চিকিৎসকবৃন্দ হলেন- ডা. আব্দুল আলীম, ডা. মনীষা রায়, ডা. রেয়ান রোজা ও ডা. ইমরান আহমেদ।

নির্বাচন কমিশনারগণ আলাদা ব্যালট পেপার ও ব্যালটবাক্সের মাধ্যমে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করেন। এদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও অর্থ সম্পাদক- মোট ৫টি পদের বিপরীতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৬০ জন ভোট প্রদান করেন, অর্থাৎ ভোটার টার্নআউটের হার ছিল ৮০.৮০%।  
 

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনারগণ ভোটগণনার কাজ সম্পন্ন করেন এবং বিকাল ৪ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় কমিশনারগণ দুর্নীতি-ক্ষমতার মোহ, ইত্যাদি বিষয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সতর্ক করেন এবং তারা যেন সকল ইন্টার্ন ডাক্তারের আশা-ভরসাস্থল হয়ে উঠেন, সেই আশাবাদ ব্যক্ত করেন। 

 

এদিকে, ফলাফল শেষে নবনির্বাচিত সভাপতি ডা: সাকিব হাসান বেলাল বলেন, আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে নির্বাচনের মাধ্যমে ইন্টার্ন কমিটি গঠন করে যে পরিবর্তনের সূচনা করলাম, সেটা চূড়ান্ত সফল হবে আমাদের সকলের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে। 

 

 নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. রেজোয়ান চৌধুরী বলেন, প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। যা পরবর্তী ব্যাচগুলোর জন্য অনুকরণীয়। এ প্রক্রিয়ার অংশ হতে পেরে আমি গর্বিত। নির্বাচিত প্রতিনিধি হিসেবে নিজের কমিউনিটির কল্যানে কাজ করে যেতে চাই।

আরও পড়ুন