Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


নিনমাসের নতুন পরিচালক অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী

Main Image

অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী


ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস) ঢাকার নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বিএমইউর থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী। গত মঙ্গলবার (১৮ মার্চ) পরিচালক হিসেবে দায়িত্ব লাভ করেন।

 

অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে পেশাজীবন শুরু করেন। ২০০৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পরমাণু শক্তি কমিশনের অধীন নিনমাসে যোগ দেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন আজীবন সদস্য এবং ডব্লিউএমআইম ভারতের সম্মানিত ফেলো।

 

জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী। ২০১৭ সালে বঙ্গবীর ওসমানী পদক ও ২০২২ সালে আন্তর্জাতিক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। গবেষণার জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি।

 

 

নিনমাস এর নতুন পরিচালক অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। 

আরও পড়ুন