ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ‘‘জনস্বাস্থ্যের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: তরুণ চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ‘‘জনস্বাস্থ্যের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: তরুণ চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) আয়োজিত কর্মশালায় বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস্ সোসাইটি'র (বিএমএসএস) ২৫ জন তরুণ চিকিৎসক অংশগ্রহণ করেন।
কর্মশালায় তরুণ চিকিৎসকরা বলেন, তামাক ক্ষতিকর জেনেও আমরা সেবন করছি। এটা থেকে বের হতে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধি করতে হবে। তাহলে দেশে তামাকের ব্যবহার কমানো সম্ভব হবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা তুন নেসা মালিক। এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, সমন্বয়ক ডা. অরুনা সরকার ও কমিউনিকেশন অফিসার আবু জাফরসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন