চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) মোট ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২০ মার্চ) মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে এই ঘোষণা দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘আগামী ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে’। উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পেশাগত পরীক্ষা চলমান থাকবে।’
আরও পড়ুন