চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
১৯৬২ সাল হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীকল্যাণ সমিতি হতদরিদ্র ও অজ্ঞাতনামা রোগী এবং পরিত্যাক্ত শিশুদের চিকিৎসায় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে সহায়তা করে আসছে। দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় এ বছর অনুদান ও যাকাত বাবদ ২ (দুই) কোটি টাকা সংগ্রহে সমিতির লক্ষ্য পূরণে সামর্থ্যবানদের কাছে অব্যাহত সহযোগিতা কামনা করেছে সমিতি।
রোগীকল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি হতদরিদ্র ও অজ্ঞাতনামা রোগী এবং পরিত্যাক্ত শিশুদের চিকিৎসায় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে ১৯৬২ সাল হতে সহায়তা করে আসছে। সমিতি রোগীদের Counselling এবং Guidance ও প্রদান করে থাকে। সমিতির তহবিল গঠিত হয়ে থাকে সচেতন ও বিবেকবান নাগরিক এবং বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান ও যাকাতের মাধ্যমে। কিন্তু প্রতি বৎসর সংগৃহিত দান ও যাকাত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। যেমন ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রথম ৭ মাসে রোগীদের চিকিৎসা সহায়তার মোট চাহিদা ছিল ৩,৮৮,৬৯,৭০৯ টাকা কিন্তু সমিতি সহায়তা করতে পেরেছে মাত্র ১,২৯,৫৬,৫৬৯ টাকা। বিগত প্রায় ৬৩ বছর ধরে আপনার মতো সুহৃদ ব্যক্তি ও প্রতিষ্ঠান রোগীকল্যাণ সমিতির তহবিল সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। অত্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় এ বছর অনুদান ও যাকাত বাবদ ২ (দুই) কোটি টাকা সংগ্রহে সমিতির লক্ষ্য পূরণে আপনার অব্যাহত সহযোগিতা কামনা করছি।
নিম্নোক্ত হিসাব নম্বর সমূহে যাকাত ও অনুদান প্রেরণ করা যাবে:
রোগীকল্যাণ সমিতি (যাকাত হিসাব)
• হিসাব নং ০২০০০০৩০৪৬০১৩ অগ্রণী ব্যাংক লি.
মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম
• হিসাব নং- ১৪২২৩০১০০০০০০১৪৮
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.
মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম
রোগীকল্যাণ সমিতি (দান হিসাব)
• হিসাব নং- ০২০০০০২৯৭৬৬৪২
অগ্রণী ব্যাংক লি.
মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম
• হিসাব নং-১৪২২৩০১০০০০০০৪৪৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.
মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম
প্রয়োজনে যোগাযোগ: +৮৮০২ ৩৩৩৩৬৬০৩৭, ০১৮১৭-৭৫১৯৮৭
আরও পড়ুন