Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫


ফেনী জেনারেল হাসপাতাল থেকে ১০ দালাল আটক

Main Image

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল


ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগত রোগীদের হয়রানি করার দায়ে বিভিন্ন বিভাগ থেকে ১০ দালালকে আটকের পর জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার মো. আলাউদ্দিন তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফাহাদ (১৮), গোলাম কিবরিয়া শাহীন (২২), সুশান্ত নাথ (২২), জহির উদ্দিন (৩৫), আবদুল লতিফ (৩৫), মোয়াজ্জেম হোসেন নয়ন (৩৫), টুটন চন্দ্র মজুমদার (৩৫), মো. জাকির হোসেন (৩০), বিদ্যাশ্বের বৈদ্য (৪৫), আবু সুফিয়ান (৩৩)। এরা ফেনী ও অন্যান্য জেলার বাসিন্দা বলে জানা যায়।

 

ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, অভিযানের সময় ১০ জনকে আটক করা হয়। এদেরকে প্রতিজনকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ দণ্ড দেওয়া হয়েছে। তারা নিজেরাই দোষ স্বীকার করেছে। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এসব দালালদের কারণে হয়রানির শিকার হয়। এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন