Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বৈষ্যম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Main Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বৈষ্যম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বৈষ্যম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। বিএমইউ'র শহীদ ডা. মিলন হলে বৃহস্পতিবার (২০ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

 

বৈষ্যম্য বিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটোর সভাপতিত্বে ও বৈষ্যম্য বিরোধী ঐক্য পরিষদের সেক্রেটারী ডা. রুহুল কুদ্দুস বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষ্যম্য বিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ শাখা ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউ‘র প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, এনডিএফ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান।
 

আরও উপস্থিত ছিলেন সাবেক ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ডা. শাহিদুল হাসান বাবুল, ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ডা. হাসনুল আলম শামীম, যুবদল নেতা গোলাম মওলা শাহীন, সাবেক কমিশনার খাজা হাবিবুল্লাহ হাবিব, ডা. আব্দুস সালাম, ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. শাহরিয়ার শামস লঙ্কর, ডা. আকবর হোসেন, বিএমইউ এর  কর্মকর্তা ডা. এ কে এম কবীর আহমেদ রিয়াজসহ বৈষ্যম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতরা অংশ নেন।  

আরও পড়ুন