মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) ইউনিটের ২০২৪-২০২৫ সেশনের নতুন কমিটি গঠন
মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) ইউনিটের ২০২৪-২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে শাহ সাঈদ মোর্শেদ ও জিহাদ হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহিম। এছাড়াও কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাদিকুর রহমান ইফাত।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধানী কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সম্মেলনে এসএইচএসএমসি সন্ধানীর ২০২৩-২৪ সেশনের সভাপতি প্রসেনজিৎ সাহা ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ইফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আরো যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ মুহসীন, সহ সাধারণ সম্পাদক পদে জিহাদুল হক তাঈব, অর্থ সম্পাদক পদে গোলাম আযম, যুগ্ম অর্থ সম্পাদক পদে মো. আরহাম মুশফিক ও অমৃত সরকার অপূর্ব, ছাত্র কল্যাণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক মো. মুশফিকুর রহমান (রাতুল) ও খন্দকার রাফিদুল করিম।
এ ছাড়া রোগী কল্যাণ সম্পাদক পদে সুমাইয়া আফরিন প্রমা, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক পদে মো. রাফিক হোসেন ও শাহরিয়ার হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অমৃতা কুণ্ডু বাঁধন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও আব্দুর রহমান সাকিব, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল বারী বাবর, যুগ্ম দপ্তর সম্পাদক পদে মো. শিহাব মির্জা আহাদ, শিক্ষা-গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক পদে অমৃত বাগচী আকাশ, যুগ্ম শিক্ষা-গবেষণা ও পরিসংখ্যান ফাতেমা আফরোজ এশা, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ অভি, ড্রাগ ব্যাংক সম্পাদক পদে হাসনাত হায়দার, যুগ্ম ড্রাগ ব্যাংক সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম কৌশিক, কার্যকরী সদস্য পদে দিগন্ত বিশ্বাস, দিপ্তেশ মন্ডল ও মো. অনিক হোসাইন দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন