নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা মুত্তাকিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিন আক্তার জোয়ারদারকে হামলাকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা মুত্তাকিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) জেলার কোতয়ালি থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে এ আদেশ দেয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানী ঢাকার মৌচাক এলাকা থেকে মামলার প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ডা. মো. শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৬ আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক শাহিন জোয়ারদারের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। মুত্তাকিন জেলার পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে। সে ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
আরও পড়ুন