ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের ফিলিস্তিনের ভাই ও বোনেরা রমজানে ঠিক মতো সেহেরী এবং ইফতার করতে পারছেন না। ইসরাইলের সন্ত্রাসীরা তাদেরকে বিমান হামলার মাধ্যমে নির্মমভাবে হত্যা করছে। তাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছেনা শিশুরাও।
তারা আরও বলেন, বহু অন্যায় আমরা সহ্য করেছি, জাতিসংঘ আমাদের কাছে মানবতার ছবক নিয়ে আসে। অথচ গাজায় একের পর এক ইসরায়েলি হায়েনাদের দ্বারা মানবতা লঙ্ঘন হচ্ছে, অথচ সেখানে তাদের কোন কার্যক্রম আমাদের চোখে পড়ে না। জাতিসংঘের এই নির্লিপ্ততাকে তীব্র ঘৃণাসহকারে প্রত্যাখ্যান করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলের গাজায় চালানো নির্বিচার হামলায় গত দুদিনে অন্তত ৯৭০ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, মাত্র ৩ দিন আগে ভয়াবহ বিমান হামলার পর এবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
আরও পড়ুন