Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


ইসরায়েলি হামলায় পরিবারের ১০ সদস্যসহ শহীদ হলেন গাজার নারী চিকিৎসক

Main Image

ইসরায়েলি হামলায় পরিবারের ১০ সদস্যসহ শহীদ হলেন ফিলিস্তিনের গাজার নারী চিকিৎসক ডা. মাজদা আবু আকের


যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় পরিবারের ১০ সদস্যসহ শহীদ হলেন ফিলিস্তিনের গাজার নারী চিকিৎসক ডা. মাজদা আবু আকের। নিহতদের বেশিরভাগই ছিলেন পরিবারের মহিলা ও শিশু সদস্য। সূত্রঃ আল-জাজিরা। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একটি ক্লিনিকে চিকিৎসাসেবা প্রদান করতেন ডা. মাজদা আবু আকের।

 

মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর গাজাজুড়ে হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল। হামলার সময় রাফাহ এলাকায় পরিবারের সদস্যসহ অবস্থান করছিলেন গাজার এই গাইনোকোলজিস্ট। 

 

দখলদার ইসরায়েলি সেনাদের এই নৃশংস হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৬২ জন ফিলিস্তিনী।

 

আরও পড়ুন