শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এর মুকুট হলে ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে দাতব্য সংস্থা চাইল্ড হার্ট ট্রাস্টের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা
শিশুদের হৃদরোগ চিকিৎসায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দাতব্য সংস্থা চাইল্ড হার্ট ট্রাস্টের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা। শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এর মুকুট হলে ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
এ সময় স্বাধীনতা পদকজয়ী এই চিকিৎসক চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশকে সহযোগিতা এবং আর্থিক অনুদান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং প্রত্যেকে তাদের নিজের এবং পরিচিতজনদের কাছ থেকে যাকাতের টাকা চাইল্ড হার্ট ট্রাস্ট এর যাকাত ফান্ডে দান করার জন্য অনুপ্রাণিত করতে আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা. জাহিদুল হক, ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ জাহিদ হোসেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিও ভাস্কুলার ডিজিজ এর ডাইরেক্টর প্রফেসর ডা. ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিও ভাস্কুলার ডিজিজ এর প্রাক্তন ডাইরেক্টর প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন এবং চাইল্ড হার্ট ট্রাস্টের সর্বস্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় পাঁচশত শিশু হৃদরোগীকে বিনামূল্যে সার্জারির বিষয়ে চিকিৎসা সহায়তা দিয়েছে চাইল্ড হার্ট ট্রাস্ট।
আরও পড়ুন