Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


সন্ধানীর নতুন সভাপতি মোতালিব, সাধারণ সম্পাদক নাইমুর

Main Image

দেশের মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন


দেশের মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।  নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মোতালিব শান্ত, সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল মামুন। 

 

৫ আগস্টের পর সন্ধানীর সাবেক ছাত্রলীগের বিপরীতে গঠিত অন্তর্বর্তীকালীন কমিটি কর্তৃক আয়োজিত এই সম্মেলনের মধ্যদিয়ে সংগঠনের নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার (১৪ মার্চ) সন্ধানীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 

 


অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মোহাম্মদ আহাদ সাদনান খান ও যুগ্ম-আহ্বায়ক-১ মাজেদুল ইসলাম আরমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "শুক্রবার, অন্তর্বর্তীকালীন সন্ধানী কেন্দ্রীয় পরিচালনা কমিটি (সেশন ২৩-২৪) কর্তৃক আয়োজিত ৪৩তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০২৫-এ হাউজে উপস্থিত ইউনিটসমূহের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে 'সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (সেশন ২০২৪-২৫)' গঠিত হয়।"
 

এতে আরও উল্লেখ করা হয়, সন্ধানীর নতুন নেতৃত্ব সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। নবগঠিত কমিটির নেতারা স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে রক্তদান কার্যক্রম, মুমূর্ষু রোগীদের সহায়তা, বিনামূল্যে চক্ষু শিবির, অঙ্গদান সচেতনতা ও অন্যান্য মানবিক উদ্যোগ জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

 

প্রসঙ্গতঃ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত সন্ধানী বাংলাদেশে রক্তদান আন্দোলন, চক্ষুদান ও মানবিক চিকিৎসাসেবার অন্যতম পথিকৃৎ সংগঠন। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এটি দেশের অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

আরও পড়ুন