বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালিত
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবসটি উপলক্ষে নেফ্রলজি বিভাগের পক্ষ থেকে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় (মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ) প্রধান ডা. মোহাম্মদ আলী রুমি বলেন,
একবার কিডনি রোগ হয়ে গেলে, সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং ধীরে ধীরে কিডনি বিকল হয়ে ক্রনিক কিডনি ডিজিস হতে পারে। অতঃপর ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া জীবনধারণ অসম্ভব হয়।
সেজন্য নিয়মিত কিডনি স্বাস্থ্য পরীক্ষা করা উচিত বিশেষ করে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগাক্রান্ত।
আরও পড়ুন