Advertisement
Doctor TV

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫


৩ দফা দাবিতে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ

Main Image

ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি)


চিকিৎসকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীরা। এরআগে বুধবার (১২ মার্চ) ক্লাস বর্জন করেন তারা। 

 

শিক্ষার্থীদের ৩ দাবি

 

১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সব পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

২. হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চাইতে হবে।

 

৩. দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমা চাইতে হবে।

 

এদিকে, হামলার প্রতিবাদে গতরাতে ঢাকা মেডিকেল কলেজে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা মেডিকেল ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন