Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫


এই যুগান্তকারী রায়ের মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাখাত সমৃদ্ধ হবে: এনডিএফ

Main Image

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)


এমবিবিএস এবং বিডিএস ছাড়া ডাক্তার পদবী ব্যবহার করা যাবে না" এই মর্মে হাইকোর্টে যে ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাখাত সমৃদ্ধ হবে প্রত্যাশা ব্যক্ত করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। বুধবার (১২ মার্চ) এক যুক্ত বিবৃতিতে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 বিবৃতিতে তারা "এমবিবিএস এবং বিডিএস ছাড়া ডাক্তার পদবী ব্যবহার করা যাবে না" এই মর্মে যে হাইকোর্টে যে ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছে, তাতে  মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।

 

একই সাথে তারা এই মামলার সম্মানিত বিচারকমন্ডলী, সংশ্লিষ্ট আইনজীবী, আপামর চিকিৎসক সমাজ, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন চিকিৎসক সংগঠনসহ বাংলাদেশের সকল জনসাধারনের প্রতি অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

তারা আরো বলেন এই যুগান্তকারী রায়ের মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাখাত সমৃদ্ধ হবে, ভুল চিকিৎসায় সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে, সুচিকিৎসা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন