Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা

Main Image

স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা


নামের আগে ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত দাবি পূরণ হয়েছে। এবার অবশিষ্ট ৪ দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের এই পদযাত্রা দোয়েল চত্বরে যেতেই প্রথম বাধা দেয় পুলিশ। তবে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করেই সামনের দিকে এগুতে থাকেন চিকিৎসকরা। বুধবার (১২ মার্চ) দুপর ১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন চিকিৎসকরা।

 

আন্দোলনকারী চিকিৎসকদের দোয়েল চত্বরে প্রথম বাধা দেয় পুলিশ সদস্যরা। এসময় পুলিশ তাদের অনুরোধ করেন, সবাই না গিয়ে প্রতিনিধি পাঠাতে। কিন্তু চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে দোয়েল চত্বর পার হয়ে যান। হাইকোর্ট মোড় হয়ে শিক্ষাভবনের সামনে ডাক্তারদের এই পদযাত্রা এলে সেখানে পূর্ব থেকেই দেওয়া পুলিশের ব্যারিকেডে আটকে যায় এই পদযাত্রা। বর্তমানে মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তাররা পুলিশের সঙ্গে কথা বলছেন। আর অন্য আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন।

 

চিকিৎসকদের চার দফা দাবি-

 

১. রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস /বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না- এ অবস্থান জানিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

 

২. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

 

৩. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

 

৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।

আরও পড়ুন