হাইকোর্ট
ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়ের নির্ধারিত দিন আজ (১২ মার্চ। গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ রায়ের ;দিন ধার্য করেন।
২০১৩ সালে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩ একং ডাক্তার পদবি সংক্রান্ত ‘বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯’কে চ্যালেঞ্জ করে ১৩০৪৬/২০২৪—এই দুটি রিট দায়ের করা হয়। অবশেষে ৯১তম শুনানি শেষে আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেন।
এ বিষয়ে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসেন প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, অবশেষে ডাক্তার পদবী সংক্রান্ত রিট ২৭৩০/২০১৩ এই রিটের ঐতিহাসিক রায় হতে যাচ্ছে। আমরা আদালতের প্রতি আস্থাশীল এবং ন্যায় বিচার প্রত্যাশী।’
আরও পড়ুন