Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আজ

Main Image

হাইকোর্ট


ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়ের নির্ধারিত দিন আজ (১২ মার্চ। গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ রায়ের ;দিন ধার্য করেন। 

 

২০১৩ সালে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩ একং ডাক্তার পদবি সংক্রান্ত ‘বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯’কে চ্যালেঞ্জ করে ১৩০৪৬/২০২৪—এই দুটি রিট দায়ের করা হয়। অবশেষে ৯১তম শুনানি শেষে আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেন।

 

এ বিষয়ে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসেন প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, অবশেষে ডাক্তার পদবী সংক্রান্ত রিট ২৭৩০/২০১৩ এই রিটের ঐতিহাসিক রায় হতে যাচ্ছে। আমরা আদালতের প্রতি আস্থাশীল এবং ন্যায় বিচার প্রত্যাশী।’

আরও পড়ুন