Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর দুঃখ প্রকাশ

Main Image

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি


ম্যাটস/স্যাকমোদের এক অনুষ্ঠানে স্পন্সরের ঘটনায় আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। সোমবার (১০ মার্চ) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান বিক্রয় কর্মকর্তা স্বাক্ষরিত এক বার্তায় দুঃখ প্রকাশ করা হয়। বার্তায় জানান হয়েছে, “আমরা (স্কয়ার) ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান, বক্তব্য, বিবৃতি এবং প্রফেশনাল কার্যক্রমের ব্যাপারে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করব।”

 

বার্তায় আরো বলা হয়েছে, “সম্মানিত চিকিৎসক মহোদয়গণ, গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের আয়োজিত অনুষ্ঠানে আমাদের স্থানীয় একজন প্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে এদেশের চিকিৎসক সমাজের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ সব সময়ই এদেশের চিকিৎসকদের চিন্তা চেতনা ও পরামর্শকে সম্মান জানায়। আমাদের বক্তব্য এবং বিবৃতিতে আপনাদের মনে যে কষ্টের সঞ্চার করেছে তার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

আমাদের স্থানীয় প্রতিনিধির বক্তব্য এবং পরবর্তী বিবৃতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানিত ইন্টান চিকিৎসকদের নিয়ে যে ধরনের কন্টেন্ট/ বিবৃতি ছড়িয়ে পড়ে, তার সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর কোন ধরণের সম্পৃক্ততা নেই। আমরা আশা করছি আমাদের সাথে আপনাদের দীর্ঘ ৬৭ বছরের বন্ধন সামনের দিনগুলোতে আরো সূদৃঢ় হবে।”

 

উল্লেখ্য এর আগে ম্যাটস/স্যাকমোদের এক অনুষ্ঠানে স্কয়ারের স্পন্সর করা এবং তাদের অযৌক্তিক দাবির পক্ষ নেয়ায় চিকিৎসক সমাজে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে বয়কটের পাশাপাশি অবাঞ্ছিত ঘোষণা করা হয়। 

 

আরও পড়ুন