Advertisement
Doctor TV

সোমবার, ৫ মে, ২০২৫


মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের মানববন্ধন

Main Image

মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের মানববন্ধন


দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১ টায় গাবতলী বাবুবাজার বেড়ীবাঁধ রোডে মেন্ডি ডেন্টাল কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন মেন্ডি ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সালাহ উদ্দিন আল আজাদ, কলেজের পরিচালক ডা. সালাহউদ্দিন স্বপন, উপাধ্যাক্ষ ডা. সৈয়দ নজরুল হুদা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক ডা. আবু সাইদ, মো. মহিবুল্লাহ, বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ও কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আবরার বিন কিবরিয়া সহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন