Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


মমেকে ৫৬তম ব্যাচের ইন্টার্নশিপ প্লেসমেন্ট লটারিতে নির্ধারণ

Main Image

মমেকে ৫৬তম ব্যাচের ইন্টার্নশিপ প্লেসমেন্ট লটারিতে নির্ধারণ


ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫৬তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের প্লেসমেন্ট লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে। সোমবার (১০মার্চ) অধিকাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে প্লেসমেন্টের লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক, সহকারী পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং মেডিসিন, সার্জারী ও গাইনী বিভাগের প্রতিনিধি চিকিৎসকবৃন্দ।

 

সংশ্লিষ্টরা জানান, সবার সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই লটারি। অতীতে গুটিকয়েক শিক্ষার্থীর দ্বারা সকল কিছু নিয়ন্ত্রিত হওয়ায় কেউই মতপ্রকাশের স্বাধীনতা পেতো না। নতুন লটারি পদ্ধতির মাধ্যমে সবাই এক কাতারে চলে আসায় কেউই অন্যায়ের স্বীকার হচ্ছে না বলে তারা সবাই খুশী। ভবিষ্যতে ইন্টার্নশিপ প্লেসমেন্টের মতো নিজেদের সকল দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমে দেশ ও দশের সেবায় নিজেদের নিয়োজিত করতে চান নব্য চিকিৎসকেরা।

আরও পড়ুন