অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেনকে (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেনকে (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।
তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় থাকেন। বাসার কেয়ারটেকার সোনা মিয়া জানান, তিনি সহযোগী অধ্যাপক। ঢাবির মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় রোগী দেখেন তিনি। রোগী দেখা শেষ করে ইফতারের পর দোয়েল পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে ওই বাসেই অজ্ঞানপার্টি খপ্পরে পড়েন তিনি। বাসের স্টাফরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে গুলিস্তানে শেষ স্টপেজে আসার পর বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও জানান, ওই চিকিৎসককে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালটির পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। পরে সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া গেছে কিনা সেটা বলা যাচ্ছে না।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, ওই চিকিৎসককে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন