Advertisement
Doctor TV

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫


ইরানের তৈরি রোবট ব্যবহারে ইন্দোনেশিয়ান সার্জনদের সন্তুষ্টি

Main Image

ইরানের তৈরি রোবট ব্যবহারে ইন্দোনেশিয়ান সার্জনদের সন্তুষ্টি


ইরানের তৈরি সিনা রোবট অস্ত্রোপচারে ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার পেশাদার চিকিৎসকরা। ইরানি মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রেস টিভি জানায়, ইন্দোনেশিয়ার হাসপাতালগুলিতে সিনা সার্জিক্যাল সিস্টেমের সাথে কাজ করা সার্জনরা সিস্টেমে ব্যবহৃত রোবটের কর্মক্ষমতায় বিস্ময় প্রকাশ করেছেন।

 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, রোবটের সহায়তায় টেলিসার্জারি অপারেশনে সিনা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে প্রশিক্ষণ কোর্সে যোগদানের জন্য প্রায় ১০০ জন নতুন ইন্দোনেশিয়ান সার্জন আবেদন করেছেন। দুই বছর আগে ইন্দোনেশিয়ায় সিস্টেম সরবরাহ করার পর থেকে ১১২ জন সার্জন এই কোর্সে যোগদান করছেন।

 

সিনা রোবটগুলো ইরানের একটি রোবোটিক্স কোম্পানি দ্বারা ডিজাইন এবং তৈরি করা। সিনা অপারেশনের সময় একজন সার্জনের হাতের নড়াচড়া অনুকরণ করে।

 

এই সিস্টেমটি অস্ত্রোপচারের জন্য একটি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি প্রয়োগ করে শরীরের যে অংশে অস্ত্রোপচারের প্রয়োজন সেখানে ৫ মিলিমিটার ছেদ করে কেটে দেয়। এটি অস্ত্রোপচারের পরে রোগীদের পুনরুদ্ধারের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং ক্ষতগুলি বন্ধ করার জন্য আরও সুনির্দিষ্ট সেলাই করার সুযোগ দেয়।

 

তেহরানের মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ বছরের গবেষণার ফলস্বরূপ তৈরি হয়েছে সিনা। এই প্রকল্পের পেছনে যারা জড়িত তারা বলেছেন, এই যন্ত্রটি সম্পূর্ণরূপে ইরানি সিস্টেম যা ইরানি প্রকৌশলী এবং বিজ্ঞানীদের তৈরি দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

 

রোবটটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে ১০টি পেটেন্ট জিতেছে, অন্যদিকে গবেষকরা প্রধান আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে ৭০টিরও বেশি গবেষণাপত্রে সিস্টেমটি অধ্যয়ন করেছেন। রাশিয়ান সরকারের সাথে সম্পর্কিত সংস্থাগুলিও ডিভাইসটিতে আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

আরও পড়ুন