রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত
রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত হয়েছে। রোববার হাসপাতালের চক্ষু বিভাগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. সিদ্দিকুর রহমান। এ বছর ৯ থেকে ১৫ মার্চ বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করা হচ্ছে। বিশ্ব গ্লুকোমা সপ্তাহের এবারের প্রতিপাদ্য- একসাথে হাত ধরি গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বারডেমের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ফেরদৌস আক্তার জলি, প্রফেসর ডা. পুরবী রাণী দেবনাথ, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এসোসিয়েট প্রফেসর ডা. শাহনাজ বেগম, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির ট্রেজারার এসিস্ট্যান্ট প্রফেসর ডা. রুহি মান্নানসহ অনেকে।
উল্লেখ্য, বারডেম জেনারেল হাসপাতালের এই আয়োজনের মধ্যদিয়ে এ বছর দেশে গ্লুকোমা সপ্তাহের প্রোগ্রাম শুরু হল।
প্রসঙ্গতঃ গ্লুকোমা হল চোখের রোগ যা অপটিক স্নায়ুর ক্ষতি করে, যা চোখ থেকে মস্তিষ্কে ছবি প্রেরণ করে। এই ক্ষতি প্রায়শই চোখের উপর চাপ বৃদ্ধির কারণে হয়। যদি চিকিৎসা না করা হয়, তাহলে গ্লুকোমা স্থায়ী দৃষ্টিশক্তি হারাতে পারে। এটিকে সাধারণত "দৃষ্টির নীরব ঘাতক" বলা হয়। কারণ উল্লেখযোগ্য ক্ষতি না হওয়া পর্যন্ত লক্ষণগুলি দেখা নাও দিতে পারে।
আরও পড়ুন