দুই দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা
দুই দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করেন তারা।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের ডা. বেলায়েত হোসেন ডালি , ডা. ফাহমিদা রশীদ। এতে প্রায় ১৫০ জনের মত বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। সহমত প্রকাশ করে উপস্থিত ছিলেন সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাসুদ করিম, ডা.মাহমুদুর রহমান,এ জেড এম জাহিদ,ডা.ফয়েজুর রহমান, অধ্যাপক ফারহানা আকতার, ডা.সৈয়দ মাহতাব উল ইসলাম, অধ্যাপক এরশাদ উদ্দীন,ডা. মারুফ উল কাদের,অধ্যাপক জেবিন চৌধুরী ,ডা.কামরুল হাসান,ডা. ইমরুল কায়েস, ডা. আলি আসগর,ডা. ইব্রাহিম চৌধুরী, ডা. এএস এম জসীমউদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি চলবে। এরপর ১১ তারিখ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমবিবিএস ও বিডিএস ডাক্তারদের গ্লোবাল রিকগশন দরকার। এজন্য দরকার চিকিৎসাসেবার মান ঠিক রাখা। আমাদের দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও শিক্ষক নিয়োগ প্রয়োজন। নির্দিষ্ট সময় পরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে যারা যোগ্য তাদের পদোন্নতি দিতে হবে। দেশের চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে। তাদের দু’দফা দাবি অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় মেনে নেবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন