Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


গবেষণা অনুদান পেলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৯ গবেষক

Main Image

গবেষণা অনুদান পেলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৯ গবেষক


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) গবেষণা বৃদ্ধির জন্য ৩৯ জন গবেষককে অনুদান প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন। এদিন ২০২৪-২০২৫ অর্থবছরে গবেষণা খাতের বরাদ্দ থেকে মোট ৫৫ লাখ ৭৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। 

 

 অনুদানপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসক শিক্ষক ও ১ জন নার্সিং কলেজের শিক্ষকের মাঝে ১ম কিস্তির চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরও উন্নত করতে সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে।  

 

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিসা খানম, চমেবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা এবং সহকারী রেজিস্ট্রার ও সদস্য সচিব ডা. মাহিদ বিন আমীন।

আরও পড়ুন