নীলফামারী মেডিকেল কলেজে দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি ঢাকাস্থ নীলফামারী জেলার শিক্ষার্থীদের
নীলফামারী মেডিকেল কলেজে দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ঢাকাস্থ নীলফামারী জেলার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এতে ঢাকাস্থ নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থী কাইয়ুম হাসান বলেন, আমাদের জেলার মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জেলার সরকারি মেডিকেল কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিম্নবিত্ত মানুষরা এখান থেকেই চিকিৎসা সেবা গ্রহণ করেন। তাই অতি দ্রুত সব ষড়যন্ত্র বাদ দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হোক।
ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী সুমন ইসলাম বলেন, দেশের শিক্ষা খাত নিয়ে প্রথম ষড়যন্ত্র করেছিলেন আইয়ুব খান। তিনি এই ভূখণ্ডে টিকতে পারেনি। তাই দেশের শিক্ষাখাত নিয়ে যে ষড়যন্ত্র করবে তার জন্য ভালো কিছু হবে না। আমরা দ্রুত মেডিকেল কলেজের কাজ শুরু দেখতে চাই। এটি না হলে নীলফামারীর সর্বস্তরের লোকজন নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
ঢাকাস্থ নীলফামারীর শিক্ষার্থী মালেক হোসেন বলেন, উত্তরাঞ্চল এমনিতে নানা দিক থেকে পিছিয়ে আছে তার মধ্যে একটি মেডিকেল কলেজ হওয়া বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। এই জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হওয়া দরকার।
আরও পড়ুন