বিএসএমএমইউর ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জনস এর উদ্যোগে ইউরোলজি দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বিএসএমএমইউর ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জনস এর উদ্যোগে ইউরোলজি দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। এবারে দিবসটির প্রতিপাদ্য ও শ্লোগান ছিল “কিডনী সমস্যা, ইউরোলজিষ্টই ভরসা”। র্যালিপূর্বক সমাবেশে বক্তারা রোগ প্রতিরোধ ও গণসচেতনার উপর গুরুত্বারোপ করেন।
র্যালিতে বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহা. সাইদুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. এসএম ইউনুস আলী, সহকারী অধ্যাপক ডা. এ এস এম শফিউল আজম, সহকারী অধ্যাপক ডা. মো. নবিদ আলম, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, উপ-রেজিস্ট্রার ও প্রোভিসির (গবেষণা ও উন্নয়ন) একান্ত সচিব মোহাম্মদ আনিছ উর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন