হাসপাতাল থেকে ১৩০ জন আহত ও অসুস্থকে অপহরণ করল ডিআর কঙ্গোর বিদ্রোহীরা
পূর্ব কঙ্গোতে আক্রমণ শুরু করা রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গত সপ্তাহে গোমা শহরের দুটি হাসপাতাল থেকে কমপক্ষে ১৩০ জন অসুস্থ ও আহত পুরুষকে অপহরণ করে নিয়ে গেছে। সোমবার জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। সূত্র: রয়টার্স
জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে জানান, এম২৩ যোদ্ধারা গত ২৮ ফেব্রুয়ারি রাতে দুটি হাসপাতালে অভিযান চালায়। একটি হাসপাতাল থেকে ১১৬ এবং অন্যটি থেকে ১৫ জন রোগীকে ধরে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, অপহৃত ব্যক্তিরা ডিআর কঙ্গোর সেনা অথবা ওয়াজালেন্দো নামে পরিচিত সরকারপন্থী মিলিশিয়ার সদস্য।
রাভিনা শামদাসানি বলেছেন, ‘এম২৩ সমন্বিত অভিযান চালিয়ে রোগীদের হাসপাতালের বিছানা থেকে ছিনিয়ে নিচ্ছে এবং অজ্ঞাত স্থানে আটকে রাখছে, এটা অত্যন্ত দুঃখজনক।’ তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
এম২৩ মুখপাত্র উইলি এনগোমা এবং লরেন্স কানিউকা কিংস্টন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
আরও পড়ুন