Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


চলতি বছরে নিপাহ আক্রান্ত তিন রোগী মারা গেছেন

Main Image

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)


চলতি বছরে এ পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত তিনজন মারা গেছেন। সোমবার (৩ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

 

আইইডিসিআর সূত্র জানায়, আক্রান্ত প্রথম ব্যক্তি পাবনা জেলার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বরিশাল মেডিকেলেও মারা যান একজন। সর্বশেষ চলতি সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজনেরই বয়স ছিল ৪০-এর নিচে। 

 

আইইডিসিআর এর ভাষ্যমতে, বাদুড়ের মূত্র বা লালার মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। বাদুড় যখন খেজুরের রস খায়, তখন তার মাধ্যমে ভাইরাস ছড়ায়। মানুষ সেই রস কাঁচা খেলে আক্রান্ত হয়ে পড়ে। তারপর আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তার পরিবারের সদস্য ও পরিচিতরা আক্রান্ত হয়। আক্রান্তদের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হতে পারেন। কাঁচা খেজুরের রস ও অর্ধেক খাওয়া ফল খাওয়া যাবে না। মৃত্যুহার বিবেচনায় এ ভাইরাস অত্যন্ত শঙ্কাজনক।

আরও পড়ুন