Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

Main Image

৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ


দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেয়ার আদেশ দেয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। 

 

প্রথম প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, ১২ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেনঃ

 

১. রাজবাড়ি জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা. এস এম মাসুদ। ইতোপূর্বে তিনি ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

২. চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা.এ কে এম শাহাব উদ্দিন। ইতোপূর্বে তিনি নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

৩. বগুড়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা.এ কে এম মোফাখ্খারুল ইসলাম। ইতোপূর্বে তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

৪. বাগেরহাটের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা. আ স ম মাহবুবুল আলম। ইতোপূর্বে তিনি বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

৫. রাজশাহীর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা.এস আই এম রাজিউল করিম। ইতোপূর্বে তিনি পঞ্চগড় সদর হাসপাতালের সহকারি পরিচালক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন। 

 

৬. কুমিল্লার সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেলেন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ইতোপূর্বে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইএনটিতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

 

৭. ঝিনাইদহের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা.মো. কামরুজ্জামান। ইতোপূর্বে তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

৮. ময়মনসিংহের সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেলেন ডা.মোহাম্মদ ছাইফুল ইসলাম খান। ইতোপূর্বে তিনি ময়মনসিংহ আইএইচটিতে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। 

 

৯. বান্দরবানের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। ইতোপূর্বে তিনি রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

১০. লক্ষ্মীপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেলেন ডা মোহাম্মদ আবু হাসান শাহীন। ইতোপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি শাখায় সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

 

১১. খুলনার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা. মোছা. মাহফুজা খাতুন। ইতোপূর্বে তিনি যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

১২. মাদারীপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। ইতোপূর্বে তিনি বরিশাল আইএইচটির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

 

দ্বিতীয় প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, ২৯ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেনঃ

 

১. বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা: এস এম মনজুর-এ- এলাহী।  ইতোপূর্বে তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

২.  কুষ্টিয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। ইতোপূর্বে তিনি খুলনার ডেপুটি সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

,

৩. গাজীপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মো. গোলাম মাওলা। ইতোপূর্বে তিনি ঢাকার নিটোরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

8. শরীয়তপুরের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মো. রেহান উদ্দিন। ইতোপূর্বে তিনি সিলেট আইএইচটিতে কর্মরত ছিলেন। 

 

৫. সিলেটের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। ইতোপূর্বে তিনি কুমিল্লার লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

৬. নোয়াখালীর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মরিয়ম সিমি। ইতোপূর্বে তিনি কুমিল্লা সদর দক্ষিণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

৭. পিরোজপুরের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মো. মতিউর রহমান। ইতোপূর্বে তিনি আইপিএইচ মহাখালীতে সহকারী পরিচালক সমমানে ব্যাকটেরিওলজিস্ট (এমবিএল) হিসেবে কর্মরত ছিলেন।

 

৮. কক্সবাজারের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদুল হক। ইতোপূর্বে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

৯. ঝালকাঠির সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। ইতোপূর্বে তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

১০. ফেনীর সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। ইতোপূর্বে তিনি মহাখালী আইপিএইচএন এ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট (সহকারী পরিচালক সমমান) হিসেবে কর্মরত ছিলেন।

 

১১. পাবনার.সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মো. আবুল কালাম আজাদ। ইতোপূর্বে তিনি রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

১২. শেরপুরের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মুহাম্মদ শাহীন। ইতোপূর্বে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

১৩. জামালপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদ আজিজুল হক। ইতোপূর্বে তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

১৪.পটুয়াখালীর সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। ইতোপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (শৃংখলা-২) হিসেবে কর্মরত ছিলেন।

 

১৫. মেহেরপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. এ, কে, এম আবু সাঈদ। ইতোপূর্বে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

১৬. নেত্রকোনার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মো. মামুনুর রহমান। ইতোপূর্বে তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

১৭. টাঙ্গাইলের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু। ইতোপূর্বে তিনি নারায়নগঞ্জ বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

১৮. পঞ্চগড়ের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মো. মিজানুর রহমান। ইতোপূর্বে তিনি রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

 

১৯. ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. শ্যামলী সাহা। ইতোপূর্বে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) (চ:দা:) হিসেবে কর্মরত ছিলেন। 

 

২০. কুড়িগ্রামের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মো. আল মামুন। ইতোপূর্বে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (চ:দা:) হিসেবে কর্মরত ছিলেন। 

 

২১. গাইবান্ধার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মো. রফিকুজ্জামান। ইতোপূর্বে তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

২২. জয়পুরহাটের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. স্বপন কুমার বিশ্বাস। ইতোপূর্বে তিনি নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  

 

২৩. লালমনিরহাটের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. আব্দুল হাকিম। ইতোপূর্বে তিনি সিএমএসডি স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (এসেসমেন্ট টিম) হিসেবে কর্মরত ছিলেন।  

২৪.কিশোরগঞ্জের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. অভিজিত শর্মা।  ইতোপূর্বে তিনি সিলেট আইএইচটিতে কর্মরত ছিলেন। 

 

২৫. বরগুনার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। ইতোপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।  

 

২৬. নওগাঁর সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. মো. আমিনুল ইসলাম। ইতোপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (হিসাব) পদে কর্মরত ছিলেন।  

 

২৭. রংপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. শাহীন সুলতানা। ইতোপূর্বে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।  

 

২৮.নীলফামারীর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. মো. আব্দুর রাজ্জাক। ইতোপূর্বে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।  

 

২৯. মানিকগঞ্জের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন  ডা. আসিফ মাহমুদ। ইতোপূর্বে তিনি ওএসডি কর্মকর্তা হিসেবে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার বিভাগের ডিপিএম (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিষ্টিক) পদে কর্মরত ছিলেন।  

আরও পড়ুন