Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫


এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হলো স্বাস্থ্য খাতে

Main Image


২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বেশি বরাদ্দ কমােনা হয়েছ স্বাস্থ্য খাতে। সোমবার (৩ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আরএডিপি  উপস্থাপন করা হয়। সভায়  সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বর্তমান সরকার উন্নয়ন ব্যয় কমিয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এর ফলে চূড়ান্ত এডিপির আকার কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এডিপিতে সব থেকে বেশি বরাদ্দ কমানো হয়েছে স্বাস্থ্য খাত থেকে। প্রায় রেকর্ড পরিমাণে ব্যয় কমে এখন বরাদ্দ রয়েছে মাত্র ৫ হাজার ৬৬৮ কোটি ৮২ লাখ টাকা। মূল এডিপিতে স্বাস্থ্যে  বরাদ্দ ছিল ১১ হাজার ১৫৩ কোটি টাকা। বর্তমানে সংশোধিত এডিপিতে মোট বরাদ্দের মধ্যে স্বাস্থ্য খাত পেয়েছে ২ দশমিক ৬২ শতাংশ।

 

স্বাস্থ্যসেবায় বরাদ্দ কমানোর কারণ সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার অনেক প্রকল্পে দুর্নীতি হচ্ছে তাই বন্ধ করে দিয়েছি। স্বাস্থ্য সেবা খাতেও বরাদ্দ কমানো হয়েছে। এই দুই খাতেই দুর্নীতি হচ্ছে তার প্রমাণ আমরা পেয়েছি। ফলে অনেক প্রকল্প আমরা বন্ধ করে দিয়েছি।

 

এনইসি সভা থেকে জানা গেছে, স্বাস্থ্যসেবায় অবকাঠামো খাতে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। ফলে মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত-সিঙ্গাপুরসহ নানা দেশে পাড়ি দিচ্ছে। 

আরও পড়ুন