বিএসএমএমইউতে পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে দরিদ্র রোগীদের কল্যাণার্থে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী “যাকাত সংগ্রহ মেলা” শুরু
বিএসএমএমইউতে পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে দরিদ্র রোগীদের কল্যাণার্থে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী “যাকাত সংগ্রহ মেলা” শুরু হয়েছে। সোমবার (৩ মার্চ) মেলা উদ্বোধন করেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সময় বিএসএমএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান, অতিরিক্ত-পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঞা ও হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন