মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন
মার্কিন সেনাবাহিনীর সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাস্থ্য খাতের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেফেন ফেরারা এক বিবৃতিতে বলেছেন, অবসর জীবনে ইতোমধ্যে প্রবেশ করেছেন ক্রসল্যান্ড। বিগত ৩২ বছরে দেশ, সেনা স্বাস্থ্য ও ওষুধ খাতে অবদানের জন্য সকলের পক্ষ থেকে আমি তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর শীর্ষ পদসমূহে ব্যাপক রদবদল করছেন। মাত্র এক সপ্তাহ আগেই তিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যা সেনাবাহিনীতে নজিরবিহীন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ক্রসল্যান্ডের অবসরের বিষয়ে এক সাবেক ও এক বর্তমান কর্মকর্তার সঙ্গে কথা বলেছে রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসল্যান্ডকে কোনও বিকল্প বাছাইয়ের সুযোগ দেওয়া হয়নি। তাকে কেবল অবসর গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। এমনকি অবসরের কারণও তাকে জানানো হয়নি।
আরও পড়ুন