বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন
ফেসবুকে মতপ্রকাশের জেরে বহিষ্কৃত ১২ বিসিএস কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে আজ রোববার (২রা মার্চ) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। শনিবার (১ মার্চ) সংগঠনের আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে হাসপাতালের জরুরী বিভাগসহ অন্যান্য জরুরী সেবা প্রদান কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন আরও বলেন, প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কোন উদ্যোগ গ্রহণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচী পালনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন পরিষদের সকল দাবি ও কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছে। এমতাবস্থায়, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গৃহীত কর্মসূচীগুলো সকলকে সর্বাত্মকভাবে পালনের অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গতঃ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর এক সভায় পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে:
সভায় অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, অথচ প্রশাসন ক্যাডারের সদস্যদের ক্ষেত্রে একই ধরনের কর্মকাণ্ডে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটি বৈষম্যমূলক প্রশাসনিক সিদ্ধান্ত।
আরও পড়ুন