Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


রমজানে নতুন সূচিতে চলবে বিএসএমএমইউর কার্যক্রম

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)


পবিত্র রমজান মাস উপলক্ষে অ্যাকাডেমিক ও হাসপাতালের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী কর্মঘণ্টা কমানো হয়েছে এক ঘণ্টা। অফিস শুরুর ক্ষেত্রে ৩০ মিনিট এবং শেষের দিকে ৩০ মিনিট কমানো হয়েছে। রমজানের প্রথম দিন থেকেই এই সময়সূচি কার্যকর হবে। শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘আগামী ১ রমজান থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও বহির্বিভাগের ক্ষেত্রে সময়সূচি নির্ধারিত থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

 

পিসিআর ল্যাবসহ পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ ও অফিসের কার্যক্রম প্রচলিত রোস্টার অনুযায়ী চালু থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বর্তমান অফিস সময়সূচি (সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট) পুনরায় বলবৎ হবে।

 

বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিসের সময়সূচি হবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বর্তমান সময়সূচি বাতিল হবে এবং পূর্বের (দুপুর ৩টা থেকে বিকেল ৬টা) সময়সূচি বলবৎ হবে।


এ ছাড়া রমজান মাসে সুপার স্পেশালাইজড হাসপাতাল সার্ভিসের সময়সূচি হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত (দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহর নামাজের বিরতি) এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বর্তমান সময়সূচি বাতিল হবে এবং পূর্বের সময়সূচি বলবৎ থাকবে।

আরও পড়ুন